বিনোদন ডেস্ক : অভিনেতা ইমন চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি প্রেমের মায়াজাল নামে নতুন একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। বি ইউ শুভ পরিচালিত এ টেলিফিল্মে ইমনের বিপরীতে অভিনয় করছেন সুজানা। এতে আরও অভিনয় করছেন নজরুল রাজ, রোকসানা হীরা, জনি প্রমুখ। নজরুল রাজের প্রযোজনায় টেলিফিল্মটি নির্মিত হয়েছে রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। টেলিফিল্মের গল্পে ইমনের সঙ্গে রোকসানা হীরার প্রেমের সম্পর্ক হয়। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। এরপর ইমন সুজানাকে বিয়ে করে। সুজানাকে নিয়ে ঘুরতে বের হলে সেখানে একটা খুন হয়। তারপর ঘটে নানা ঘটনা। এভাবেই টেলিফিল্মের গল্প এগিয়ে যায় বলে নির্মাতা সূত্রে জানা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন