আশিক বন্ধু: ৯১ সালে মুক্তি পাওয়া এহতেশাম সাড়াজাগানো চাঁদনী সিনেমাটি রিমেক হচ্ছে। সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। আসিফ আকবরের স্টুডিওতে একটি দ্বৈত গানের মধ্য দিয়ে মহরত হয়। কেক কেটে শুভ মহরত ঘোষণা করেন, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহিন সুমন, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনসহ অনেকে। এই সময় চাঁদনী সিনেমার নির্বাচিত শিল্পীদের মধ্যে ছিলেন মিশা সওদাগর, পরীমনি, জায়েদ খান ও আসিফ নূর। পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ৯১ সালের বাম্পার হিট সিনেমা চাঁদনীর রিমেক করছি, এই প্রজন্মের সামনে তুলে ধরার জন্য। এ চিন্তা মাথায় রেখে গল্প, গান তৈরি করেছি সব নতুন আয়োজনে। এটি হবে গানের ছবি, প্রাণের ছবি এবং প্রেমের ছবি হবে। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। উল্লেখ্য, শামীমুল ইসলাম শামীমের লেখা আসিফ আকবর ও মুনের কণ্ঠের একটি গানের মধ্যদিয়ে সিনেমার শুভ মহরত হয়। চাঁদনী সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন আহমেদ হুমায়ুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন