বিনোদন ডেস্ক: এক দশক আগে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান ও বরেণ্য নাট্যাভিনেত্রী রোজী সেলিম। এক দশক পর আবারো তারা দু’জন একসঙ্গে অভিনয় করছেন সাজ্জাদ সুমন নির্দেশিত নতুন ধারাবাহিক নাটক ‘ছলে বলে কৌশলে’তে। এতে এটিএম শামসুজ্জামান গৃহকর্তার চরিত্রে এবং তারই ঘরের কাজের বুয়ার চরিত্রে অভিনয় করছেন রোজী সেলিম। গল্পে দেখা যাবে নানা কারণে এটিএম শামসুজ্জামান অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে রোজী’র উপর। এরইমধ্যে রাজধানীর একটি শুটিং হাউজে নাটকটির শূটিং শুরু হয়েছে। এটিএম শামসুজ্জামান বলেন, ‘রোজীর সঙ্গে এর আগে আমি একটিমাত্র কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে রোজী খুব বিচক্ষণ একজন অভিনেত্রী। চরিত্রের গভীরে প্রবেশ করে খুব সহজেই অভিনয়ে নিয়ে খেলতে পারে। তারসঙ্গে আবারো কাজ করতে গিয়ে বিষয়টি আমি উপলদ্ধি করতে পেরেছি। রোজীর মতো অভিনয় জানা শিল্পীদের নিয়ে ভালো ভালো কাজ করা উচিত। সাজ্জাদ সুমনকে আন্তরিক ধন্যবাদ এই নাটকে আমাকে রাখার জন্য, সেইসাথে রোজীকেও রাখার জন্য। সুমনের নির্দেশনায় কাজ করে বেশ ভালো লাগছে।’ রোজী সেলিম বলেন, ‘এমন একজন কিংবদন্তী অভিনেতার সঙ্গে কাজ করতে পারটা সবসময়ই সৌভাগ্যের বিষয় বলে মনে করি। তার যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু তারপরেও কাজে কোনো অনীহা নেই। সবসময়ই হাসি খুশি থাকার চেষ্টা করেন। তারসঙ্গে বহু বছর পর কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে এটিএম ভাইয়ের সঙ্গে কাজ করছি, গল্প করছি আর নিজেকে আরো সমৃদ্ধ করছি।’ ‘ছলে বলে কৌশলে’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মীর সাব্বিরের নির্দেশনায় এটিএম শামসুজ্জামান আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘নোয়াশাল’-এ নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’। এদিকে ‘ঢাকা থিয়েটার’ নতুন দুটি মঞ্চ নাটকে অভিনয় করছেন রোজী সেলিম। একটি হুমায়ূন কবির হিমু নির্দেশিত ‘আওয়ার কান্ট্রি ইজ গুড’ এবং এহসান নির্দেশিত ‘অরোনাব মৌরী’। এছাড়া শহীদুজ্জামান সেলিম নির্দেশিত রোজী’র একক মঞ্চ নাটক ‘পঞ্চনারী আখ্যান’ নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। উল্লেখ্য একদশক আগে গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় এনেছি সূর্যের হাসি’র বিজ্ঞাপনে এটিএম শামসুজ্জামান ও রোজী সেলিম প্রথম একসঙ্গে কাজ করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন