বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস চলচ্চিত্রে ফেরার জন্য বেশ তোড়জোড় শুরু করেছেন। শাকিবের সাথে বুবলির সিনেমা করার বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। তাই শাকিবের সাথে আবারো সিনেমা করার জন্য উঠেপড়ে লেগেছেন। এমন তথ্য পাওয়া গেল তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে। বুবলির সঙ্গে ঈদুল আজহার সিনেমা করবেন শাকিব এমন খবরে অপু বেশ বিচলিত হয়ে উঠেন। শাকিব-বুবলি জুটির নতুন সিনেমা মুক্তি পাবে ঈদে এমন খবরে কৌত‚হলী হয়ে অপু কলকাতায় থাকা শাকিবকে ফোন করেন। শাকিব নাকি অস্বীকার করে বলেছেন এধরনের কোনো ঘোষণা দেননি। খবরটি নাকি শাকিবকেও বিস্মিত করেছে বলে অপু জানিয়েছেন। অপু বলেছেন, যতটুকু বুঝলাম শাকিব বুবলিকে নয়, আমাকে নিয়ে পরিকল্পনা করছেন। তিনি আমার সাথে আবার সিনেমা করবেন। শাকিব একথাও বলেছেন, বুবলিকে নিয়ে ঈদের সিনেমা বা অন্য সিনেমা করার আপাতত পরিকল্পনা নেই। অপু বলছেন, শাকিব চাইলে এ ঈদে রাজনীতি সিনেমাটি আসতে পারে। তিনি জানান, এপ্রিলে তিনি প্রকাশ্যে আসবেন এবং সংবাদ সম্মেলন করে নতুন সিনেমার ঘোষণা দেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন