শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিপুল ভোটে বিজয়ী মাহবুবা শাহ্রীন তায়েব

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাট্যকার এবং এস.জি প্রোডাকশনের চেয়ারম্যান মাহবুবা শাহ্রীন তায়েব প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গত ১৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই বিপুল বিজয় লাভ করেন। ১৯৮ ভোটের মধ্যে তিনি ১৭৩টি ভোট পান। মাহবুবা শাহ্রীন প্রতিক্রিয়ায় বলেন, ভোটাররা আমাকে বিপুলভাবে নির্বাচিত করায় আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার চেষ্টা থাকবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনকে একটি পেশাদার সংগঠনে পরিণত করতে। সদস্যদের অধিকার আদায় এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকব। আসলে তারা আমাকে নির্বাচিত করে একটি অসীম দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমি সবসময় সচেষ্ট থাকব। আমার এ দায়িত্ব পালনে আমি সকল সদস্যের সহযোগিত চাই। ভবিষ্যতে যাতে আরও বড় দায়িত্ব নিতে পারি, এ জন্য তাদের শুভকামনা প্রত্যাশা করছি। একটি কথা না বললেই নয়, আমার এ বিজয়ের পেছনে ভোটারদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি আমার স্বামী অভিনেতা-নির্মাতা ডি এ তায়েব পাশে থেকে আমাকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। তাই এ বিজয়টি আমি আমার স্বামীকে উৎসর্গ করছি। আমি এ পদের সম্মান অক্ষুণ্ণ রেখে আগামী দিনে সকলের সাথে হাতে হাত রেখে কাজ করতে চাই।

বিপুল ভোটে বিজয়ী মাহবুবা শাহ্রীন তায়েব

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন