বিনোদন ডেস্ক : নবাগত প্রতিভাবান কণ্ঠশিল্পী তানজিন মিথিলার ‘আধো আধো’ গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেল এ প্রকাশিত হয়েছে। তানজিন মিথিলার কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন জেডএইচ বাবু। মনোরম কিছু লোকেশনে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাজিন খান। তানজিন মিথিলা বলেন, আমার প্রথম মিউজিক ভিডিও এটি, চেষ্টা করেছি ভালো কিছু করতে। জানিনা কতটা সফল হয়েছি, তা গানটি দেখলে বুঝতে শ্রোতা-দর্শক বুঝতে পারবেন। এদিকে আগামী ঈদ সামনে রেখে আমার প্রথম একক অ্যালবামের কাজ শুরু করেছি। আশা করি, ভালো একটি অ্যালবাম উপহার দিতে পারব। অ্যালবামটি লেজার ভিশনের ব্যানারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন