শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তানজিন তিশার অপেশাদারি আচরণ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ইচ্ছাকৃতভাবে শুটিংয়ের সিডিউল ফাঁসানো যেন নাটকের কিছু অভিনেত্রীর ফ্যাশনে পরিণত হয়েছে। সিডিউল দিয়েও শুটিংয়ে না আসাকে তারা তারকা আচরণ বলে মনে করেন। এতে যে নির্মাতা মারাত্মক ক্ষতির সম্মুখীন হন, তা বিবেচনায় নেন না। এমন অপেশাদারি আচরণের এক ঘটনা সম্প্রতি উঠতি অভিনেত্রী তানজিন তিশা ঘটিয়েছেন। নাট্যনির্মাতা শাওন রহমানের নির্মাণাধীন মায়াবী জোসনার মেঘ নামে একটি নাটকে অভিনয়ের জন্য সিডিউল দিয়েছিলেন তানজিন তিশা। কথা ছিল ১০ ও ১১ এপ্রিল তিনি নাটকের শুটিং করবেন। কিন্তু সিডিউল অনুযায়ী তিনি শুটিংয়ে আসেননি। বন্ধ রাখেন মুঠোফোনটিও। এতে নির্মাতা শাওন রহমান বড় ধরনের বিপত্তিতে পড়েন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এ প্রেক্ষিতে ১৩ এপ্রিল নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পীদের সংগঠন শিল্পী সংঘে লিখিত অভিযোগ দেন শাওন। তানজিনের বিরুদ্ধে সিডিউল ফাঁসানোর অভিযোগ আমলে নিয়ে দুই সংগঠনের নেতারা শাওন ও তানজিন তিশার উপস্থিতিতে এক শালিস ডাকেন। গত ১৬ এপ্রিল শালিস বসে ডিরেক্টরস গিল্ডের অস্থায়ী কার্যালয়ে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সেসময় উপস্থিত ছিলেন। সেখানে তানজিন তিশা জানান, ১০ তারিখ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাই শুটিংয়ে উপস্থিত হননি। পরে তিশা চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পেশ করলেও সেগুলো ভুয়া প্রমাণিত হয়। এরপর সকলের উপস্থিতিতে দুপক্ষে অভিযোগ যাচাই-বাছাই শেষে প্রমাণ হয়, তানজিন তিশা ইচ্ছে করেই সিডিউল ফাঁসান। ডিরেক্টরস গিল্ড ও শিল্পী সংঘের প্রতিনিধিরা তানজিন তিশার বক্তব্যে অসংগতি ও দায়িত্বে অবহেলার কারণে হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে এমন অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং তাৎক্ষণিক তিশাকে নির্মাতা শাওনের কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে বলা হয়। তখন তানজিন তিশা তার ভুলের জন্য ক্ষমা চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন