বিনোদন ডেস্ক: কলকাতায় সম্মাননা পাচ্ছেন তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর। কলকাতার হোটেল ওবেরয়ের গ্র্যান্ড বলরুমে ৩১ মার্চ সন্ধ্যায় তাদের হাতে এই সম্মাননা পদক তুলে দেয়া হবে। স্থানীয় হিন্দু-মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশন এই পুরস্কার দিচ্ছে। রুনা লায়লা বলছিলেন, আমি ও আলমগীর সাহেব আলাদা আলাদা বহু পুরস্কার পেয়েছি এ জীবনে। দুজনে একসাথে পুরস্কার এবারই প্রথম পাচ্ছি, বেশ ভালোলাগা কাজ করছে। এদিকে গত শনিবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন রুনা লায়লা। স্বাধীনতা দিবস উপলক্ষে মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ২৬ মার্চ এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন