শুধু অভিনেত্রী হয়ে থাকার কোনও ইচ্ছে নেই আলিয়া ভাটের, বরং তিনি তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক আবিষ্কার করতে চান।
“আমি শুধু অভিনয়শিল্পী হিসেবে পরিচিত থাকতে চাই না। আমি আমার মাকে বহুবার বলেছি আমার অস্তিত্বে আমি আরও অনেক স্তর দেখতে চাই। হতে পারে তা টিভিতে কিছু প্রযোজনা করা, গান গাওয়া, সমাজকর্ম করা বা অন্য কিছু,” আলিয়া বলেন।
সাম্প্রতিক ‘বদরিনাথ কি দুলহানিয়া’ চলচ্চিত্রের সাফল্যের পর শোনা যাচ্ছিল আলিয়া ছয় মাসের জন্য বিরতি দেবেন। কিন্তু তিনি জানিয়েছেন তার এই ছুটি হবে ছোট। “আমি দীর্ঘ কোনও ছুটি বা বিরতি নিচ্ছি না। আট থেকে ১০ দিনের ছুটিতে থাকব। এই সময়টা আমি যে সব কাজের জন্য সময় পাই না তার জন্য ব্যয় করব, যেমন গান, নাচ আর রান্না শেখা আর আমার বিড়ালটির সঙ্গে সময় কাটানো,” আলিয়া বলেন।
‘আলিয়া ভাট : স্টার লাইফ’ নামে একটি গেইম অ্যাপ নিয়ে তিনি একজন গেইম ডেভেলপারের সঙ্গে কাজ করছিলেন। সম্প্রতি গেইমটি বিমুক্ত করা হয়েছে। আলিয়া জানান তিনি ভাল গেইম খেলতে পারেন না, দ্রুত হতাশ হয়ে পড়েন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন