বিনোদন ডেস্ক : ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি শিল্পী ও কলাকুশলী নিয়ে ওয়াজেদ আলী সুমন পরিচালনাধীন মনে রেখো সিনেমার শুটিং চলছিল গাজীপুরের ভবানীপুরে। অভিযোগ পেয়ে শুটিং বন্ধ করতে চলচ্চিত্র পরিচালক সমিতি নির্দেশ দেয়। চলচ্চিত্র ঐক্য জোটও বেআইনিভাবে চলা এ সিনেমার শুটিং বন্ধে পরিচালক সমিতির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। এর মধ্যে খবর আসে গাজীপুরের ভবানীপুরে একটি রিসোর্টে চলচ্চিত্র ঐক্য জোট ও পরিচালক সমিতির নির্দেশ অমান্য করে সিনেমাটির শুটিং করা হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ সেটে হানা দেয়। পুলিশের তাড়া খেয়ে সিনেমাটির কলকাতার নায়ক বনি ও নির্মাতা ওয়াজেদ আলী সুমন গ্রেফতার এড়াতে পালিয়ে যান। এর আগে দুপুরে সিনেমার আরেক অভিনেতা মিশা সওদাগর ¯পট থেকে শূটিং ছেড়ে চলে আসেন। গাজীপুর হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার নাজমূল ইসলাম জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়ে অপারেশনে যাই। আমাদের পৌঁছার খবর পেয়ে নায়ক-পরিচালক পালিয়ে যান। এখন শুটিং বন্ধ। উল্লেখ্য, ট্যাক্স ফাঁকি দিয়ে ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি অভিনয়শিল্পী ও ফিল্ম ওয়ার্কারদের দিয়ে কাজ করানোর জন্য মনে রেখো সিনেমার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন