শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কলকাতায় বাংলাদেশি চলচ্চিত্র উৎসব

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কলকাতায় বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। ১৪ এপ্রিল শুরু হয়ে উৎসব শেষ হবে ১৬ এপ্রিল। উৎসবে নির্বাচিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যরে বেশকিছু বাংলাদেশি চলচ্চিত্র। উৎসবের ছবিগুলো প্রদর্শিত হবে স্থানীয় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি)। সহযোগিতায় থাকছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া (এফএফএসআই)। প্রথমদিন প্রদর্শিত হবে মোরশেদুল ইসলামের অনিল বাগচীর একদিন, আহসান কবির প্রত্যাবর্তন ও তাসমিয়াহ আফরিন মৌ’র কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি। দ্বিতীয়দিন দর্শক দেখবে আবু সাইয়ীদ পরিচালিত কীত্তনখোলা ও আবু শাহেদ ইমনের জালালের গল্প। উৎসবের শেষদিন ১৬ এপ্রিল থাকছে তিনটি চলচ্চিত্র মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ, খন্দকার সুমনের পৌনঃপুনিক ও নূরুল আলম আতিকের ডুবসাঁতার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন