বিনোদন ডেস্ক : আসিফ ও কণা এক হলেন একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। যার শিরোনাম ‘পূজারিণী’। জীবন মাহমুদের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। রোমান্টিক এই গানটির ব্যয়বহুল ভিডিও প্রকাশিত হয়েছে গত শুক্রবার সিএমভির ইউটিউব চ্যানেলে। তপু খানের পরিচালনায় গল্প নির্ভর এই ভিডিওতে আসিফ-কণা জুটি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন লুনা এবং শাহরিয়ার রানা জুয়েল। আসিফ বলেন, ‘বেশ রোমান্টিক গান। ভিডিওটিও দেখে ভালো লেগেছে। শ্রোতা-দর্শকরা গানটি উপভোগ করবেন আশা করছি।’ কণা বলেন, ‘আসিফ ভাইর সঙ্গে এর আগে বেশ কিছু গান করেছি। তবে এবারই প্রথম আমাদের কোনও গানের ভিডিও প্রকাশ পেলো। গানটি সুন্দর। ভিডিওটিও বেশ। আশা করছি ভালো লাগবে সবার।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন