বিনোদন ডেস্ক : দ্য ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন স্টার মেলোডিজ বাংলা লোকসঙ্গীতের কালজয়ী স্রষ্টাদের গান শিরোনামে গত ৮ এপ্রিল এক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে। ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে সন্ধ্যা ছয়টা থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, দিপ্তী রাজবংশী, ওয়াকিল আহাদ, নুরজাহান আলিম, সিঁথি সাহা ও কামাল। এছাড়াও যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন অনুপম বিশ্বাস ও তার দল। গানের আগে বিকেল ৫টা থেকে চলে নববর্ষ উপলক্ষে লোকজ শিল্পের প্রদর্শনী ও আপ্যায়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। সীমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন এই আয়োজনে সহযোগিতা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন