বিনোদন ডেস্ক : মেরিডিয়ান চ্যানেল আই-এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে এক মুঠো স্বপ্ন গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি। মোহনার কণ্ঠে বেশকিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন খবর হলো ক্যারিয়ারে এই প্রথমবার তিনি বৈশাখের গানে কণ্ঠ দিলেন। এলো রে বৈশাখ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর-সংগীতের পাশাপাশি এতে দ্বৈতকণ্ঠে গেয়েছেন আহমেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং স¤পন্ন হয়েছে। পহেলা বৈশাখে বাংলালিং মিউজিক অ্যাপস-এ প্রকাশ পাবে। এছাড়া জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে অডিওর পাশাপাশি স্টুডিও ভার্সন ভিডিওটিও প্রকাশ করা হবে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। মোহনা বলেন, প্রথমবারে মতো বৈশাখের গানের কণ্ঠ দিলাম। এর কথাগুলো বেশ চমৎকার। ভালো সুর-সংগীত হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন