বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী হাবিবের নতুন মিউজিক ভিডিও ঘুম-এ মডেল হলেন মডেল-অভিনেত্রী মিথিলা। সম্প্রতি কক্সবাজারে গানটির শুটিং হয়েছে। পহেলা বৈশাখে গানটি প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওতে হাবিবের সাথে পারফরম্যান্স করেছেন মিথিলা। ১৩ বছর আগে হাবিবেরই ‘ময়না গো’ গানে মডেল হয়েছিলেন মিথিলা। লতা মঙ্গেশকরের গাওয়া গানটির নতুন সঙ্গীত আয়োজন করেছিলেন হাবিব নিজেই। কণ্ঠ দিয়েছিলেন জুলি। এ হিসেবে ১৩ বছর পর হাবিবের গানের মডেল হলেন মিথিলা। মিথিলা তার স্বামী অভিনেতা-সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে ডুয়েট গান রোদেলা দুপুরে’র মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন