বিনোদন ডেস্ক : ম্যাক্স ক্রিয়েশন লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জলের শরীর। এ সময়ের তরুণ-তরুণীদের প্রেম, শরীর ও বোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, শিবলী নোমান, শম্পা রেজা ও আরও অনেকে। বড় আয়োজন এর এই শর্টফিল্মটিতে রয়েছে একটি মৌলিক গান, যেটা গেয়েছেন বেলাল খান ও অনিতা। এর গল্পে দেখা যাবে, রিয়ানা ১৯ বছরের এক আধুনিক তরুণী। ডিজে পার্টি, বন্ধু-বান্ধব ও পড়াশোনা কেন্দ্রিক জীবন। আরিয়ান রিয়ানার পুরনো বন্ধু। এক সাথে পার্টি করে, আনন্দ করে। আরিয়ান রিয়ানার সাথে ঘনিষ্ট হতে চায়। রিয়ানাও বাধা দেয় না। রিয়ানা মনে করে শরীরকে আবিষ্কার করার জন্য একটা ছেলের কাছাকাছি যাওয়া যেতে পারে। একদিন রিয়ানার মা রিয়ানাকে বলেন, তুমি ভুল করছো। ভালোবাসাহীন শারীরিক সম্পর্ক অসম্ভব। এটা তুমি তখনই বুঝবে যখন তুমি সত্যিই কাউকে ভালোবাসবে। তারপর সত্যিই একদিন রিয়ানার জীবনে প্রেম আসে। তার নাম শুভ। শুভর কারণে রিয়ানার জীবন দর্শনে পরিবর্তন আসে। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে আরিয়ান যে তাকে না বলে ভালোবেসে গেছে তার কী হবে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন