শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক বছর পর একসঙ্গে নাটকে অপূর্ব-সুমাইয়া শিমু

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় এক বছর পর আবারো একসঙ্গে জুটি হয়ে কাজ করছেন দর্শকপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূূর্ব এবং অভিনেত্রী সুমাইয়া শিমু। শিল্পী-ইফতির নির্দেশনায় ‘সন্ধি বিচ্ছেদ’ নাটকে তারা দু’জন আবারো একসঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অপূর্ব ও শিমু স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের গল্প প্রসঙ্গে অপূর্ব জানান, দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের গল্প নিয়েই নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে। আবারো সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘শিমু একজন বিনয়ী শিল্পী। খুব ভালো একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে সবসময়ই আমার ভালো লাগে। এক কথায় তার সঙ্গে অভিনয় আমি বেশ উপভোগ করি। আমাদের নতুন নাটকে আমরা দু’জনই বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। দর্শকের ভালো লাগবে।’ সুমাইয়া শিমু বলেন, ‘অপূর্ব আমার খুব পছন্দের একজন সহশিল্পী। সবসময়ই তার সঙ্গে অভিনয় করতে আমার ভালো লাগে। কারণ শুটিং-এর সময় অপূর্ব খুবই সিরিয়াস থাকে। যে কারণে পর্দায় আমাদের অভিনয়ও হয়ে উঠে অনেক প্রাণবন্ত। এই নাটকেও আমরা দু’জন বেশ আন্তরিকতা নিয়েই অভিনয় করেছি।’ নির্মাতাদ্বয় জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। অপূর্ব ও সুমাইয়া শিমু সর্বশেষ গত বছর ঈদে ফেরদৌস হাসান রানার নির্দেশনায় ‘এক পা দু’পা’ নাটকে অভিনয় করেছিলেন। তারা দু’জন প্রথম একসঙ্গে অভিনয় করেন আশরাফুল আলম রিপনের নির্দেশনায় ‘সোনালু ফুল’ নাটকে। এরপর আরো বহু নাটকে অভিনয় করেছেন অপূর্ব-শিমু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন