বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ সম্প্রতি নতুন কিছু গান দিয়ে আবারো আলোচনায় এসেছেন। এবার নববর্ষ উপলক্ষে প্রকাশ হলো তার আরো একটি নতুন গানের ভিডিও। এটি মূলত স্টুডিওতে ধারণ করা একটি ভিডিও। আমি কোথায় শিরোনামে গানটির কথা লিখেছেন গুণী গীতিকবি শহীদুল্লাহ ফরায়জি। সুর-সংগীত করেছেন মনি জামান। গানটি আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতষ্ঠান এআরবি’র ব্যানারে প্রকাশ পেয়েছে। ভিডিওটি প্রকাশ হয়েছে ইউটিউবে আসিফের নতুন চ্যানেল ফিচারড বাই আসিফ। আসিফ আকবর, ভিন্ন মেজাজের একটি গান করলাম। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের। শহীদুল্লাহ ফরায়জী ভাই এই গানটি লিখেছেন চমৎকার করে। কথার মধ্যে ভালো লাগার একটা টান আছে। শিগগিরই এই চ্যানেল থেকে আসিফ আকবরের আরো বেশ কিছু নতুন গান প্রকাশ পাবে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন