সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা : মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামালের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে আখাউড়ার দরুইন গ্রামে তার সমাধিতে স্বাধীনতার ৪৬ বছর পর এই প্রথম প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভ‚মি) মোসাম্মৎ জেসমিন সুলতানা পুস্পস্তবক অর্পণ করেন। পরে সমাধিস্থলে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, আখাউড়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো. শাহ আলম ভুইয়া, মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, সাংগঠনিক সম্পাদক মো.ফজলে রাব্বি প্রমুখ।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জেসমিন সুলতানা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই প্রথম মোস্তাফা কামালের মৃত্যুবার্ষিকীকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ হয়েছে। আগামী বছর থেকে দিবসটিকে আরো বৃহৎ পরিসরে উদযাপন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন