শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কলাপাড়া, (পটুয়াখালী)উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪১ পিএম

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এমন স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা সড়কে সকাল সাড়ে দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ’ করনীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনা পারভিন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক নমিতা রাণী দত্ত। অন্যান্যের মধ্যে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সততা সংঘের সভাপতি সৌরভ তালুকদার, সদস্য মানজুমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহায়তায় এসব কর্মসূচি পালিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন