বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীত তারকা হাবিবের নতুন গান ঘুম-এর মিউজিক ভিডিও প্রকাশ হবে কিছুদিন পর। এই ঘুমের ভিডিও প্রচারের জন্য হাবিব নিয়েছেন নতুন এক উদ্যোগ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও দিয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তোমার চোখের ঘুম কে এবং কেন? কমেন্টে জানিয়ে দাও আমাকে। আর জিতে নাও আমার পক্ষ থেকে আকর্ষণীয় ডিনার দ্য কফি বিন এন্ড টি লিফ, বাংলাদেশ। অর্থাৎ ফেসবুকে সেরা মন্তব্যকারীকে নিয়ে ডিনার করবেন হাবিব। উল্লেখ্য, বৈশাখে হাবিবের ঘুম গানটি প্রকাশ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা হয়নি। তবে শীঘ্রই গানটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওতে হাবিবের গানের মডেল মিথিলা। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন