ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক রাস্তা সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য খনন কাজ চলাকালে বিটিসিএল এর ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় তিন হাজার টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সার্কিট হাউজ রোড, নিউ ইস্কাটন, ইস্কাটন গার্ডেন, বোরাক টাওয়ার, দিলু রোড, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, চামেলীবাগ, কাকরাইল, ডিআইটি এক্সটেনশন রোড, বিজয়নগর, ফকিরাপুল, নয়াপল্টন, পুরানাপল্টন, মধুবাগ, পশ্চিম রামপুরা, আবুল হোটেল, হাজীপাড়া, উলন, পদ্মা সিনেমা হল সংলগ্ন এলাকার রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে। বর্ণিত এ সকল এলাকার রাস্তায় খনন কাজ চলাকালে সংশ্লিষ্ঠ এলাকার ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল কাটা যাওয়ায় বিটিসিএল এর প্রায় ৩০০০ (তিন হাজার) টেলিফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উক্ত টেলিফোন ও ইন্টারনেট সংযোগ চালু করতে আনুমানিক ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।-প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন