বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চান। যদিও তার স্বামী শাকিব চান না অপু সিনেমায় ফিরুক। তবুও অপু চলচ্চিত্রে নিয়মিত হতে চান বলে জানিয়েছেন অপুর ঘনিষ্ঠজনরা। সেক্ষেত্রে শাকিব যদি তার সঙ্গে জুটি না বাধেন তাহলে অন্য নায়কদের সঙ্গে জুটি হয়ে সিনেমা করতে প্রস্তুত রয়েছেন। এদিকে আগামী ঈদুল ফিতরে অপু অভিনীত রাজনীতি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী অপু। সিনেমাটির ব্যবসায়িক সাফল্যর উপর নির্ভর করছে তার ক্যারিয়ার। এদিকে শোনা যাচ্ছে অপু নতুনভাবে সিনেমা ক্যারিয়ার দীর্ঘ করতে চান না। ৩ থেকে ৪ বছরের মধ্যেই অবসর নেবেন। আর ঈদের পরপরই নতুন সিনেমার কাজ শুরু করতে চান এই নায়িকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন