বিনোদন রিপোর্ট: জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ ঈদে নতুন তিনটি গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। ‘বাংলা ঢোল’র ব্যানারে ঈদে এই তিনটি গানের একক অ্যালবাম উপহার দিবেন তিনি। তিনটি গানের দুটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও আহমেদ রিজভী এবং আরেকটি গান কালা শাহ’র প্রচলিত ফোক গান। শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস’ গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। আহমেদ রিজভীর লেখা ‘কতো ফাগুন এনে দিলে তোমার হৃদয় কলবে’ গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন কিশোর। কালা শাহ’র প্রচলিত ফোক গান ‘আমার মুরশীদ পরশ মনিগো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা’ গানটির সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। এরইমধ্যে তিনটি গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। ডিজিটাল ফরমেটে গানগুলো শ্রোতাদের হাতে তুলে দেয়া হবে। কুমার বিশ্বজিৎ জানান, ঈদে আপাতত শ্রোতারা অডিও শুনতে পেলেও কোরবানীর ঈদে তিনটি গানের মিউজিক ভিডিও পাবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশেষ দিবস এলেই নতুন গান করতে হবে আমার ক্ষেত্রে এমন ধরাবাঁধা নিয়িম নেই। আমি সবসময়ই গান নিয়ে ব্যস্ত থাকি। নিজের ভালো লাগলেই তা রেকর্ড করি। তবে যারা আমার গানকে নিয়ে ব্যবসা করেন তারা চান বিশেষ দিবসে গানগুলো প্রকাশ করতে, কারণ বিশেষ দিবসে শ্রোতা দর্শকেরও নতুন গানের প্রতি আগ্রহ থাকে। শ্রোতা দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই আমরা। সে ক্ষেত্রে কখনো আমরা শ্রোতাদের প্রত্যাশা পূরণে সফল আবার কখনো ব্যর্থ। ’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন