শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউডের আটটি ফিল্ম মুক্তি পেয়েছে শুক্রবার

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

শিডিউল অনুযায়ী গত শুক্রবার বলিউডের আটটি ফিল্ম মুক্তি পেয়েছে। ফিল্মগুলো হল- ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’, ‘ডিয়ার মায়া’, ‘দোবারা- সি ইউ ইভিল’, ‘সুইটি ওয়েডস এনআরআই’, ‘ফ্ল্যাট টু ইলেভেন’, হনুমান দা দামদার’, ‘মিরর গেইম- আব গেইম শুরু’ এবং ‘বাচ্চে কাচ্চে সাচ্চে’। এর মধ্যে প্রথম চারটি ফিল্ম সম্ভাবনাময়।
‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ মুক্তি পেয়েছে ম্যাকগাফিন পিকচার্স এবং স্টুডিওজ আইড্রিমের ব্যানারে। থ্রিলার ফিল্মটি প্রযোজনা করেছেন আশিস ভাটনগর, বিজয় কুমার স্বামী, রাগি ভাটনগর, হানি ত্রেহান এবং অভিষেক চৌবে। কঙ্কণা সেন শর্মার পরিচালনায় অভিনয় করেছেন রণবীর শোরে, বিক্রান্ত মেসি, কল্কি কেকলাঁ, তিলোত্তমা সোম, গুলশান দেবাইয়া, তনুজা, ওম পুরি, সিম সার্ভ এবং আর্য শর্মা। সাগর দেসাই এর সঙ্গীত পরিচালনা করেছেন।  পারিবারিক এক ছুটিতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যার জনই কেউই প্রস্তুত ছিল না।
সুনয়না ভাটনগরের পরিচালনায় ‘ডিয়ার মায়া’তে অভিনয় করেছেন মনীষা কৈরালা, মাদিমা ইমাম এবং শ্রেয়া চৌধরি। প্রভল রমনের পরিচালনায় ‘দোবারা- সি ইউ ইভিল’ হরর ফিল্মে অভিনয় করেছেন হুমা কুরেশি, সাকিব সেলিম, আদিল হুসেন এবং লিসা রে। হাসনাইন হায়দরাবাদওয়ালা পরিচালিত রোমান্টিক কমেডি ‘সুইটি ওয়েডস এনআরআই’তে অভিনয় করেছেন হিমাংশ কোহলি, জোয়া জরিওয়ালা এবং দরশন জরিওয়ালা।
‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর একটি দৃশ্য
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন