বিনোদন রিপোর্ট : আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে তারিনকে নিয়ে এবারের ঈদে দর্শকের জন্য আরিফ খান নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ রচিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ছুটির এক দিনে’। যেহেতু টেলিফিল্মে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা অভিনয় করছেন, তাই বেশ আগ্রহ এবং ভালোলাগা নিয়েই টেলিফিল্মটিতে অভিনয় করছেন তারিন। আরিফ খান জানান, ‘পারিবারিক জটিলতা এবং জীবনে পাওয়া না পাওয়ার ব্যর্থতার গল্প নিয়েই মূলত এগিয়ে যাবে ছুটির একদিন টেলিফিল্মের গল্প। আবারো সুবর্ণা মুস্তাফা এবং তারিনের সঙ্গে একই টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘যেহেতু আমি নিয়মিত অভিনেতা নেই, সেহেতু আমার ক্ষেত্রে শূটিং-এর পরিবেশটা ভাল এবং ইউনিট আন্তরিক হলে অভিনয় করাটা উপভোগ্য হয়ে উঠে। সুবর্ণা ও তারিনের সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের। শূটিং-এ তাদের সঙ্গে কাজ করা, একসঙ্গে কিছু মুহুর্ত কাটানো আনন্দদায়ক এবং বাড়তি পাওনাও বটে।’ নির্মাতা আরিফ খান জানান, ঈদে এনটিভিতে প্রচার হবে ‘ছুটির এক দিনে’ টেলিফিল্মটি। এদিকে গতকাল থেকে আফজাল হোসেন তার নির্দেশনায় ‘ছোট কাকু’ সিরিজের শূটিং শুরু করেছেন। টানা সাতদিন তিনি আট পর্বের এই সিরিজের শূটিং নিয়ে ব্যস্ত থাকবেন। এদিকে আফজাল হোসেন ও তারিন সৈয়দ সালাহ উদ্দিন জাকীর নির্দেশনায় অভিনয় করেছেন টেলিছবি ‘হারানো পাতায় প্রেম’। ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন