শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদ অনুষ্ঠান উপস্থাপনায় অপু বিশ্বাস

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ছোট পর্দায় প্রথমবারের মতো উপস্থাপনা করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ এর ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শূটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারন করা হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ভাল লেগেছে, তার উপর আমার অভিনীতি সিনেমার গান নিয়ে অনুষ্ঠান। বিষয়টি ভাল লাগায় কাজটি করেছি। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে’। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সিফাত ১৩ জুন, ২০১৭, ১:৫২ এএম says : 0
উপস্থাপক হিসেবে আপনাকে স্বাগত জানাই।
Total Reply(0)
Rk kawsar ১১ জুন, ২০১৮, ১২:০৫ পিএম says : 0
এবারের নির্বাচনে সরকারের পদত্যাগ চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন