শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীর্ঘদিন পর আনন্দ মেলা’য় গাইলেন হাবিব

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় গান গাইলেন। ২০০৮ সালে হাবিবের গাওয়া সাতটি গান নিয়ে একটি ঈদ বিশেষ সঙ্গীতানুষ্ঠান নির্মিত হয়েছিলো বিটিভির জন্য। তারও আগে তিনি বিটিভির ‘আনন্দ মেলা’য় সঙ্গীত পরিবেশন করেছিলেন। এবারের ঈদে নূর আনোয়ার রঞ্জু ও মোঃ মাহফুজার রহমানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘আনন্দ মেলা’। বিশেষ চমক হিসেবে থাকছে হাবিবের ‘ঘুম’ শিরোনামের গানটি। এই গানটিই হাবিব সর্বশেষ গেয়েছেন, যা ইউটিউবে প্রচুর দর্শক দেখছেন। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গত ১১ জুন বিটিভির প্রধান মিলনায়তনে হাবিবের ‘ঘুম’ গানটির দৃশ্য ধারণ শেষ হয়। দীর্ঘদিন পর বিটিভির ‘আনন্দ মেলা’য় গাওয়া প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘আনন্দ মেলায় গাইতে গিয়ে বাড়তি ভালো লাগা কাজ করেছে। কারণ এটি বিটিভিতে প্রচার হবে। দেশে অনেক স্যাটেলাইট চ্যানেল আছে। কিন্তু বিটিভির মতো দর্শক এখনো তৈরী হয়নি। তাই আমার গাওয়া গানটি বহু দর্শক দেখবেন এটা অন্যরকম ভালোলাগা। তাছাড়া বহুদিন পর বিটিভিতে গিয়ে বেশ পরিবর্তন দেখেছি। বিটিভির অনেক আধুনিকায়ন হয়েছে। আমি যে সেটে গান গেয়েছি তা যথেষ্ট মডার্ণ একটি সেট, যা আমার খুবই পছন্দ হয়েছে। সবমিলিয়ে বিটিভির আধুনিকায়ন আমার কাছে ভালো লেগেছে।’ প্রযোজক মাহফুজার রহমান জানান, ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর ‘আনন্দ মেলা’ প্রচার হবে। এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করছেন সজল ও নাবিলা। হাবিবের ‘ঘুম’ গানটির রেকর্ডি-এর পূর্বে চিত্রনায়িকা নূসরাত ফারিয়ার একটি গানের পারফর্ম্যান্সেরও দৃশ্য ধারণ করা হয়। প্রযোজক দু’জন জানান এবারের আনন্দ মেলা হবে বিগত বেশ কয়েক বছরের আনন্দ মেলা’র চেয়ে অনেক তারকা খচিত আনন্দ মেলা এবং আনন্দ মেলাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলার জন্য সর্বোচ্চ মনোযোগ দেয়া হচ্ছে। এদিকে এবারের ঈদে নতুন আরেকটি গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শকের মাঝে উপস্থিত হবার সম্ভাবনা রয়েছে হাবিবের। হাবিব বলেন,‘ দু’একদিনের মধ্যেই নতুন গানের বিষয়টি চুড়ান্ত করবো। একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলাপও হয়েছে। যদি চুড়ান্ত হয়ে যায় তাহলে আশা করছি নতুন গান নিয়েই শ্রোতা দর্শকের মাঝে উপস্থিত হতে পারবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন