বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাওয়া নতুন গান সাজনা। গানটির লিরিক্যাল মিউজিক ভিডিও স¤প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। আরেক আলোচিত সংগীতশিল্পী তরুণ মুন্সীর কথা ও সুরের এই গানটির মধ্যে দিয়ে আসিফ আকবর প্রথমবারের মতো বাংলা-হিন্দি কথার মিশ্রণের কোনো গানে কণ্ঠ দিলেন। আসিফ বলেন, আমি গানটির কথা ও সুরে মুগ্ধ। তরুণ মুন্সী দারুণ মুন্সিয়ানার সাথে গানটির কথাতে বাংলা-হিন্দি শব্দের মিশ্রণ ঘটিয়েছেন। একইসাথে গানটির সুর ও সংগীতও হয়েছে অসম্ভব সুন্দর। গানটি গেয়ে আমার ভালো লেগেছে। আশা করি শ্রোতা-ভক্তদের কাছেও গানটি ভালো লাগবে। তরুণ মুন্সী বলেন, আসিফ ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি চেষ্টা করেছি তার এই মাদকতাময় কণ্ঠে শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেয়ার জন্য। সাজনা গানটি শ্রোতাদের পছন্দ হলে আমাদের চেষ্টা সফল হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন