বিনোদন রিপোর্ট: প্রায় চার বছর পর টেলিফিল্মে অভিনয় করলেন চিত্রনায়িকা কেয়া। সকাল আহমেদ’র নির্দেশনায় ‘বসন্ত যায় বসন্ত আসে’ টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন। কেয়া বলেন, খুব চমৎকার একটি গল্প। গল্প ভালো লেগেছে বলেই এতোদিন পর আবারো টেলিভিশনের জন্য কাজ করেছি। আমার চলচ্চিত্রের দীর্ঘ দিনের পথ চলায় খুব বেশি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করিনি আমি। তিনটি কিংবা চারটি কাজ করেছি। ছোটপর্দা কাজের ব্যাপারে আমি খুব চুজি। সেই হিসেবে বসন্ত যায় বসন্ত আসে টেলিফিল্মটি দর্শকের ভালো লাগার মতো একটি টেলিফিল্ম হবে।’ ‘বসন্ত যায় বসন্ত আসে’ ঈদে এসএটিভিতে প্রচার হবে। উল্লেখ্য, কেয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘বø্যাকমানি’। এতে তার বিপরীতে ছিলেন সাইমন। এছাড়া শিগগিরই কেয়া ‘শিরোনামে তুমি’ চলচ্চিত্রের শূটিং শুরু করতে যাচ্ছেন। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন। কেয়া অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আমিন খান ও রিয়াজ। অভিনয় জীবনের বড় প্রাপ্তি প্রসঙ্গে কেয়া জানান, নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করাটা তার জন্য অনেক বড় প্রাপ্তি। রাজ্জাকের নির্দেশনায় কেয়া অভিনয় করেছিলেন ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন স¤্রাট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন