শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে আসছে এম.এইচ. রিংকু’র প্রথম গান ‘তোমার আকাশ’

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আসছে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এম. এইচ. রিংকু’র প্রথম গান “তোমার আকাশ”।
গান’টির কথা ও সুর: সামিউর রহমান, সংগীতায়োজনে ছিলেন শাহরুখ হুসাইন। গানটি রেকডিং করা হয় স্টুডিওঃ সি মাইনর।
দীর্ঘ দিন ধরে “রেডিও ছোঁয়া”র হেড অব আরজে হিসেবে কমর্রত এম. এইচ. রিংকু সংগীতে আগমনের প্রসঙ্গে বলেন, “গানের প্রতি ভালোলাগা ভালোবাসা তৈরি হয়েছিলো গান শুনতে শুনতেই, রেডিও'তে সারা দিন স্রোতাদের জন্যে গান বাজাতে ও শুনতে হতো । তাই অনেকটা ইচ্ছে থেকেই শুরু। আশা করি স্রোতাদের গান'টি ভালো লাগবে।” গানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গান শিখছেন, আগামীতে আরো ভালো কিছু গান উপহার দিয়ে স্রোতাদের ভালোবাসায় সিক্ত হতে চান এই তরুন কন্ঠশিল্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন