বিনোদন ডেস্ক : এবারের ঈদে দুই ডজন নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। চ্যানেল আই, এটিএন বাংলা, আরটিভি, বৈশাখী টিভি, এশিয়ান টিভি সহ অন্যান্য চ্যানেলে তার অভিনীত নাটক ও টেলিফিল্ম প্রচার হবে। ডি এ তায়েব বলেন, সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় ভেবেছিলাম এবারের ঈদে খুব একটা কাজ করবো না। কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসারদের রিকোয়েস্টের কারণে না করতে পারিনি। সবার মন রাখতে এতো নাটকে অভিনয় করতে হয়েছে। তিনি জানান, চ্যানেল আইতে ৭ম দিন সকাল ১১ টায় পার্থিব মামুনের টেলিফিল্ম গেরামের নায়ক, এটিএন বাংলায় ঈদের অষ্ঠম দিন রাত ১১:২০ মিনিটে ফিরোজ আহমেদ এর নাটক বুকে তার চন্দনের গ্রাণ। আরটিভিতে ঈদের ৭ম দিন রাত ৮:৪০ মিনিটে অঞ্জন আইচের নাটক সবাই একটু চুপ করবেন প্লিজ, বৈশাখী টিভিতে চাঁদ রাত ১০ টায় জি. এম সৈকতের সেই তুমি এলে, এবং ৭ম দিন ফরিদুল হাসানের ভালোবাসার দুই ভুবন, এশিয়ান টিভিতে চাঁদ রাত ১০ টায় মাহবুব নীল এর শূন্যতা। এছাড়াও মুভি বাংলায় এবং মিউজিক বাংলাসহ বিভিন্ন চ্যানেল এ প্রচার হবে গরুচোর, বিবাদ-১, বিবাদ-২,শালার বাড়িতে ঘড় জামাই, এ যুগের লাইলী মজনু, পাগলা ডাক্তার,শুধুই টুনটুনির জন্য, শশুর আব্বা, লটারী, বিশ্ব প্রেমিক রোকসানা রোজি, চার বিবিই চমৎকার, চার বিবি ও এক প্রেমিকা, ফাঁপর, হিল্লা বিয়া, মানহানী। চাঁদ রাত থেকে ৮ম দিন পর্যন্ত এই নাটক গুলো প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন