বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

প্রিন্সেস ডায়ানার দেহ চুরি করার চেষ্টা

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমাহিত করার পর প্রিন্সেস ডায়ানার দেহ চুরি করার চেষ্টা হয়েছে। একবার দু’বার নয়, এমন চেষ্টা হয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে এর সঙ্গে জড়িতরা। এ তথ্য দিয়েছেন প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। তিনি রেডিও ফোর-এর টুডে অনুষ্ঠানে বলেছেন, মারা যাওয়ার পর ডায়ানাকে ১৯৯৭ সালে নর্দাম্পটনশায়ারে পারিবারিক আলথের্প এস্টেটের একটি দ্বীপে সমাহিত করা হয়েছে। গত ২০ বছরে চারবার সেখানে সমাধিস্থল খুঁড়ে তার দেহ চুরি করার চেষ্টা হয়েছে। তিনি আরো বলেছেন, আমি এসব কর্মকাÐ দেখে ফেলায় জড়িতদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ জন্য আমরা গর্বিত। উল্লেখ্য, আর্ল স্পেন্সারের বয়স এখন ৫৩ বছর। তিনি কি উদ্দেশে ডায়ানার দেহ চুরি করার চেষ্টা হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়। এক্ষেত্রে প্রচÐ শ্রদ্ধা বা আর্থিক সুবিধা লাভের যদি কোনো উদ্দেশ্য না থাকে তবে এটা হতে পারে যে, ডায়ানার ভীষণ ভক্ত এমন কেউ এ চেষ্টা করে থাকতে পারে। হয়তো তারা ওই দ্বীপে গিয়ে সমাধি খুঁড়ে নিশ্চিত হতে চায় প্রকৃতপক্ষেই সেখানে ডায়ানাকে সমাহিত করা হয়েছে কিনা। রেডিও ফোর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন