অভি মঈনুদ্দীন ঃ গত ঈদে পূর্ণিমার বেশকিছু নাটক টেলিফিল্মে অভিনয় করার কথা ছিলো। কিন্তু ঈদের আগেই তিনি আমেরিকা চলে যান। তবে কোরবানি ঈদের জন্য তিনি নাটকে কাজ শুরু করেছেন। গতকাল থেকে তিনি কাজ শুরু করেন। ঈদের আগ পর্যন্ত শূটিং নিয়েই ব্যস্ত থাকবেন। যেসব নির্মাতাদের কাজ করবেন তিনি তারা হচ্ছেন মুশফিকুর রহমান গুলজার, এসএ হক অলিক, তানিয়া আহমেদ, ইমরাউল রাফাত, মানিক ও রোমান। গতকাল থেকে তিনি রোমানের নির্দেশনায় একটি নাটকের কাজ শুরু করেছেন। পূর্ণিমা বলেন, ‘এবারের ঈদ উপলক্ষে মনে হচ্ছে কাজের অনেক চাপ থাকবে। অনেকেই চাইছেন তাদের নাটকে কাজ করি। গত ঈদে অনেকের ইচ্ছে পূরণ করা সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে তাদের সিডিউল দিতে হচ্ছে। তবে স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ না হলে কাজ করিনা।’ ছোটপর্দায় কাজ করলেও নতুন কোন চলচ্চিত্রে পূর্ণিমাকে আপাতত দেখা যাচ্ছে না। পূর্ণিমা বলেন, ‘প্রায় সময়ই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে। কিন্তু গল্প ও চরিত্র মনের মতো না হওয়ায় কাজ করা হয়ে উঠেনা। এজন্য নতুন কোন চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। যেহেতু মনেপ্রাণে আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। তাই চলচ্চিত্রেই কাজ করতে চাই।’ উল্লেখ্য, বরেণ্য পরিচালক কাজী হায়াতের ‘ওর আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। গত ১৫ মে চলচ্চিত্র জীবনের ২০ বছরে পা রাখলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন