শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বজ্রপাত ঠেকাতে তালগাছ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে :বজ্রপাতের পরিমাণ দিনে দিনে বেড়ে চলেছে। সারাদেশে এবার প্রায় সহস্রাধিক মানুষ বজ্রপাতে মৃত্যুবরণ করে। মীরসরাই উপজেলায় ও গত গ্রীষ্ম হতে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। গত ১ বছরে মৃত্যুবরণ করেছে ১৭ জন। উপজেলার করেরহাট, হিঙ্গুলী, ইছাখালী ও সাহেরখালীতে মৃত্যুর হার বেশী। ইতিমধ্যে সরকার বজ্রপাত প্রতিরোধে সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ নিলে মীরসরাই উপজেলায় দেখা যাচ্ছে না এই উদ্যোগ। শ্রাবণের এই মওসুম থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত পাকা তালের ভরা মৌসুম। আবার গাছ লাগানোর ও এটিই সর্বোৎকৃষ্ট সময়। তাই সরকারি ও বেসরকারী পর্যায়ে উদ্বুদ্ধ করণের এখনই মোক্ষম সময় এই বজ্রপাত প্রতিরোধ বান্ধব তালগাছ রোপন। আবহাওয়া অধিদফতরের হিসাবে ২০১০ সাল থেকে এ পর্যন্ত দুই হাজারের মতো মানুষ মারা গেছে বজ্রপাতে। দুর্যোগ ফোরামের রেকর্ড মতে, ২০১১ সালে ১৭৯ জন মারা যান, আর ২০১৫ সালে ২৭৪ জন। ২০১৬ সালে প্রায় সাড়ে ৪০০ মানুষ মারা যান বজ্রপাতে। চলতি বছর এই মৃত্যুর হার রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার সহস্রাধিক মানুষের করুণ মৃত্যু ঘটে। এত মানুষের মৃত্যু ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত গত বছর দেশে বর্জ্র পাতে মৃত্যু শিকার মানুষের বেশিরভাগই হাওর অঞ্চলের ৯ জেলার। বিস্তীর্ণ হাওর অঞ্চল ছাড়াও মৃত্যুর ঘটনা ঘটেছে ফসলের মাঠে বা ফাঁকা জায়গায়। পাশাপাশি বজ্রপাতে প্রচুর গবাদি পশুরও মৃত্যু হয়েছে। সা¤প্রতিক সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সর্বমহল বর্জ্রপাত ঠেকানোর উপায় খুঁজতে থাকেন। তারা বলেন, নিজের মাথায় বর্জ্র পাতের আঘাত নিয়ে যেসব বড় গাছ মানুষকে রক্ষা করে তার অন্যতম তালগাছ। বজ্রপাত যেহেতু সাধারণত উঁচু কোনো কিছুতে আঘাত করে, সেজন্য বজ্রপাত ঠেকাতে উঁচু গাছ হিসেবে তালগাছকে বেছে নেয়া যেতে পারে। তাদের ভাষায়, বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর প্রাকৃতিক প্রযুক্তি। থাইল্যান্ডে তালগাছ রোপণের পর বজ্রপাতে মৃত্যু কমেছে এমন তথ্য যাচাই করে বাংলাদেশেও তালগাছ রোপণের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ও মীরসরাইতে এই উদ্যোগ বাস্তবায়নের কোন বাস্তবচিত্র দেখা যাচ্ছে না। মিরসরাইয়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন আমরা এই প্রকৃতি ও বজ্রপাত বান্ধব তালগাছ রোপনের বিষয়ে কৃষি বিভাগের মাধ্যমে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণ উদ্যোগে গ্রহন করবো। মিরসরাই উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ বলেন আমরা সরকারের তালগাছ কার্যক্রমটি এখন থেকে এই উপজেলায় ও বাস্তবায়ন করতে চাই এই বিষয়ে আমরা মাঠ পর্যায়ের সবাইকে ও কাজে লাগাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Miah Muhammad Adel ২৯ জুলাই, ২০১৭, ৮:৫৩ পিএম says : 0
খেজুর গাছ পরীক্ষিতভাবে উত্তম। "সিজদায় অবস্থান বজ্রাঘাত থেকে পরিত্রাণ" বইখানা পড়ে দেখুন। খেজুর গাছে বেশ পানীয় থাকে ও বেশ বর্ধিষ্ণু।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন