বিনোদন ডেস্ক: এই সময়ে ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিশোর বেশ সুনাম। একটি সিনেমাই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। পত্র-পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে হৈচৈ শুরু হয়। কিন্তু বাইরে তার ক্যারিয়ারের এতো উৎসব চললেও ঘরে শান্তি নেই। স্ত্রী রাইসা (অর্ষা) মিডিয়ায় কাজ করা নিয়ে বেশ ঝামেলা করতে থাকে। স্ত্রী রাইসা চায় নিশো যেনো মিডিয়া কাজ ছেড়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বনিবনা হয় না। এমন সময় নিশোর সাথে পরিচয় হয় উঠতি মডেল-অভিনেত্রী রুহীর সাথে। নিশোর পর পর তিনটি ছবির নায়িকা হয়ে যায় রুহী। এ নিয়ে স্ত্রীর সাথে ভালোই ঝামেলা তৈরি হয়। বাসা থেকে অর্ষা চলে যায়। এরপর ঘটতে থাকে আরো অনেক ঘটনা। ‘আকাশ বদল’ নামে একটি নাটকে নিশোকে এমন চরিত্রে দেখা যাবে। নাটকটিতে অনিক চৌধুরী চরিত্রে আফরান নিশো আর রায়না চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী-মডেল নুসরাত জান্নাত রুহী। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। ত্রিধারা প্রযোজিত এতে আরো অভিনয় করেছেন অর্ষা, লুৎফর রহমান জর্জ সহ আরো অনেকে। নিশো বলেন, ‘নাটকটির গল্পে অনেকগুলো বাঁক আছে, যেটা দর্শক দেখে খুব মজা পাবেন। আর গল্পের শেষে অন্যরকম একটা ঘটনায় দর্শক আরো মজা পাবেন।’ রুহী বলেন, ‘আমি নাচের শিল্পী হলেও নাটকে অভিনয় এবং মডেলিং নিয়মিত করছি। এখানে আমার চরিত্রটি একজন মডেল এবং উঠতি অভিনেত্রীর, তাই অভিনয় করে আলাদা একটা মজা কাজ করেছে।’ পরিচালক সূত্রে জানা যায়, আসছে কোরবানি ঈদে নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন