শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে

ইসলামাবাদে কর্মী-সমর্থকদের উদ্দেশে নওয়াজ

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, যারা পাকিস্তানকে সঙ্কটের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেÑ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। পাকিস্তানকে একটি আঞ্চলিক শক্তি হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। গত শনিবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) কর্মী ও সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফ জানান, আদালতের এই রায় সত্তে¡ও তার দল ২০১৮ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারো ক্ষমতায় আসবে। তিনি বলেন, আদালতের রায় নিয়ে আমি দৃঢ়ভাবে সন্দেহ প্রকাশ করেছি। আমি কিভাবে উল্লেখ করব আমার সম্পত্তির আয়ের কথা। আমি কি আমার সম্পত্তি থেকে আয় গ্রহণ করতে পারব না? যাই হোক, সবকিছু সত্তে¡ও আমি এ রায়কে সম্মান জানিয়ে পদত্যাগ করেছি। তিনি আরো বলেন, সামরিক স্বৈরাচারীরা সবসময় পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু এমন কোন আদালত কি আছে; যা একজন একনায়ককে দায়ী করতে পারে? উল্লেখ্য, গত ২৪ জুলাই পানামা পেপার্স মামলায় সুপ্রিমকোর্ট তাকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করলে তিনি পদত্যাগ করেন। আনাদুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন