শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে আসছে রকমারী আয়োজন নিয়ে জমজমাট পাঁচফোড়ন

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। সেই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। যা সমসাময়িক এবং বক্তব্যধর্মী। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। পাঁচফোড়নে গান থাকছে দুটি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডিফরেন্ট টাচ্ খ্যাত মেজবা রহমান ও ফাহমিদা নবী। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সোহেল রাজ। আর একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী ও ‘ইত্যাদি’ খ্যাত শিল্পী প্রতিক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে গানগুলোর চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও রয়েছে একটি জনপ্রিয় ফোক গানের মিউজিকের সাথে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নৃত্য। নৃত্যটি পরিচালনা করেছেন মুরাদ। রিপোটিং পর্বে চুল দিয়ে কিছু অভিনব ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন নীলফামারীর জলডাকা থানার বোগলাগাড়ি গ্রামের ভ্যান চালক রবিউল ইসলাম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম নওদাবাসের রাশেদুল-আসমা দম্পতি’র এক অদ্ভুত বাড়ির উপর রয়েছে আর একটি রিপোর্টিং। রয়েছে রংপুর জেলার গনেশপুরের নাকডাকপাড়ার মোহাম্মদ বাবু’র ব্যতিক্রমধর্মী বাদ্যযন্ত্র বাজানোর উপর একটি মিউজিক্যাল পর্ব। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন