শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের দুই নাটকে রিয়াজ ও সুমাইয়া শিমু

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: ঈদে একই পরিচালকের দুটি নাটকে অভিনয়ে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী সুমাইয়া শিমুকে। এস এ হক অলিকের রচনা ও নির্দেশনায় ‘স্বঘোষিত গোয়েন্দা’ এবং ‘লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে তারা দু’জন অভিনয় করেছেন। ‘স্বঘোষিত গোয়েন্দা’ ঈদের চতুর্থদিন বাংলাভিশনে দুপুর ২.১০ মিনিটে প্রচার হবে। ‘লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ’ প্রচার হবে চ্যানেলে নাইনে। রিয়াজ বলেন, ‘অলিকের নির্দেশনায় এর আগে চলচ্চিত্রেও অভিনয় করেছি। অনেক নাটকেও অভিনয় করেছি। তিনি সবসময়ই বেশ গুছিয়ে কাজ করেন। তার ইউনিটের সবকিছুই বেশ গুছানো থাকে। নাটকের বিষয়বস্তুও হয় গঠনমূলক। সুমাইয়া শিমুর সঙ্গে এর আগেও নাটকে কাজ করেছি। এবারের ঈদে এই দুটি নাটকে আমাদের দু’জনের অভিনয় দর্শকের কাছে উপভোগ্য হবে।’ সুমাইয়া শিমু বলেন,‘এবারের ঈদে কাজের বেশ চাপ ছিল। বেশিরভাগ নাটকেরই শূটিং হয়েছে ঢাকার বাইরে। অলিক ভাইয়ের দুটি নাটকেরই গল্প ভালো লেগেছে। আর রিয়াজ ভাই সবসময়ই সহযোগিতাপরায়ণ। রিয়াজ ভাই, অলিক ভাই’সহ আমরা সবাই যারা এই ইউনিটে কাজ করেছি, বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করেছি। দুটি কাজও অনেক ভালো হয়েছে।’ উল্লেখ্য, রিয়াজ ও সুমাইয়া শিমু সিদ্ধার্থের নির্দেশনায় একটি কোমলপানীয়র বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেন। এরপর তারা দু’জন নাটকে অভিনয় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন