বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত-এর এবারের ঈদের নাটক ‘ভুল করো না-ভুল ধারণা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন রাত ৮:৩০ মিনিটে এটিএন বাংলায়। গত দেড় যুগ ধরে বরেণ্য এই নির্মাতা বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করে আসছেন এবং সেটি শুধুমাত্র একটি চ্যানেলের জন্য। সেই ধারাবাহিকতায় এবারও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। উল্লেখ্য, হানিফ সংকেতের ঈদের নাটকের-নাম যেমন ব্যতিক্রমী, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ, বৈচিত্র্য ও সামাজিক বক্তব্য। এবারের নাটকে দেখা যাবে ঈদের ছুটিতে বিদেশ থেকে দেশে এসে এক প্রবাসী যুবক তার বন্ধুর বাড়িতে উঠেছে। সেখানে গিয়ে তার দেখা হয় বন্ধুর শ্যালিকার সঙ্গে। বন্ধু, বন্ধুর স্ত্রী এবং শ্যালিকার সঙ্গে বিদেশ ফেরৎ যুবকের নানান বিষয় নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘ভুল কারো না-ভুল ধারণা’ নাটকের গল্প। নাটকটিতে বিদেশ ফেরৎ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন