জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক নিয়ে ঈদে আরটিভিতে প্রচার হবে মোশাররফ উৎসব। প্রতিদিন রাত ৭ টা ১০ মিনিটে মোশাররফ উৎসব প্রচার হবে আরিটিভতে। নাটকগুলো হলো। চলতে চলতে, পরিচালনা: মাইদুল রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, পিয়া বিপাশা প্রমুখ। সরল মানুষ, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, রুনা খান, তাসনুভা তিশা প্রমুখ। ডাকাত, পরিচালনা: এল আর সোহেল, অভিনয়ে: মোশাররফ করিম, তাসনুভা এলভিন, হাসনাত রিপন প্রমুখ। এক চামচ পুষ্টিকর প্রোটিন, পরিচালনা: অভ্র মাহমুদ, অভিনয়ে মোশাররফ করিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাব্বির প্রমুখ। থার্ড পারসন, পরিচালনা: রিপন মিয়া, অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, নাজিরা মৌ প্রমুখ। উৎকোচ, পরিচালনা: শাহ মোহাম্মদ রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, প্রভা, নাদিয়া, টয়া, সাবিলা প্রমুখ। বডিগার্ড হোসেন, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, শখ, শামীম জামান, সোহেল খান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন