শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে সউদী জোট

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে সউদী জোট। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। প্রায় তিন মাস ধরে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের চার দেশ। কাতার সংকটে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করেছে কুয়েত। দেশটির আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ সাবাহ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে আমরা যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করেছি। এদিকে, এক যৌথ বিবৃতিতে সামরিক হস্তক্ষেপ বন্ধে কুয়েতের আমিরের এমন বক্তব্যে দুঃখ প্রকাশ করেছে অবরোধ আরোপকারী দেশগুলো। ওই বিবৃতিতে বলা হয়েছে, সামরিক পদক্ষেপ নেয়া হয়নি এবং কোনো পরিস্থিতিতে নেয়া হবেও না। গত জুনের ৫ তারিখে কাতারের ওপর অবরোধ আরোপ করে আরব বিশ্বের চার দেশ সউদী আরব, আরব আমিরাত, মিসর এবং বাহরাইন। কাতারের সঙ্গে আকাশসীমা এবং নৌসীমা বন্ধ করে দেয় দেশগুলো। বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দেশ কাতারে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটিও রয়েছে। ইরানের ওপর সমর্থন এবং সন্ত্রাসবাদে অর্থ সহায়তার অভিযোগ এনে কাতারের ওপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের দেশগুলো। গত বৃহস্পতিবার ওই একই কথার পুনরাবৃত্তি করেছে দেশগুলো। তাদের দাবি কাতার এখনও সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দিচ্ছে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেশ এখনও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে অর্থায়ন করছে। এক্ষেত্রে একাধিক দেশ দায়ী। কিছু দেশ সন্ত্রাসবাদে বিশাল অর্থায়ন করছে। কাতারের আমিরের সঙ্গে ফোনে আলাপ করেছেন ট্রাম্প। কাতার সংকট সমাধানে একমাত্র উপায় হচ্ছে সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থ সহায়তা বন্ধ করা। যৌথ বিবৃতিতে ট্রাম্পের এমন দৃঢ় বক্তব্যের প্রশংসা করা হয়েছে। শেখ সাবাহ বলেছেন, তিনি কাতারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে কাতার স্বেচ্ছায় প্রতিবেশী দেশগুলো যে দাবি জানিয়েছিল সেই ১৩ দাবি নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছে। এর আগে কাতারের ওপর ১৩টি দাবি চাপিয়ে দিয়ে আরব বিশ্বের দেশগুলো বলেছিল, কাতার এসব দাবি মেনে নিলেই তাদের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে। শেখ সাবাহ বলেন, আমরা জানি ১৩টি দাবিই মেনে নেয়া হবে না। বিশেষ করে কাতারের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন কিছু মেনে নেবে না কাতার। তবে এর মধ্যে প্রধান কিছু দাবি মেনেই সমস্যার সমাধান করা হবে। আল-জাজিরা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Sumon Ahmed ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৫ এএম says : 0
বিশ্বের মুসলিম এক হও, আর সময় নাই
Total Reply(0)
Md Masud Rana ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১০ পিএম says : 0
মুসলমান ভাই..অার কোন বিরুদ দেখতে চাই না ৷মুসলামান মুসলামানে অার যেন কোন রক্ত না জরে...
Total Reply(0)
S.m. Faruk Hossain ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১০ পিএম says : 0
ভাল লাগল,,,
Total Reply(0)
Md Abu Tahar ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১০ পিএম says : 0
ভাল হয়েছে।
Total Reply(0)
Wahid Uj jaman ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১১ পিএম says : 0
আলহামদুলিল্লাহ্‌
Total Reply(0)
Baktair Hossen ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৯ পিএম says : 0
খুব ভাল লাগল শুভ বুদ্ধির উদয় হলো ।আললহামদুলিলাহ ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন