শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টেলিফিল্ম ব্যাচ ২৭

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক: এনটিভিতে আজ দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ব্যাচ ২৭’। মিজানুর রহমান আরিয়ান ও জাহেদুল আলমের যৌথ গল্প ভাবনায় টেলিফিল্মটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা, অপর্ণা, আনন্দ খালিদ, মিলি বাশার, আখি, মাসুম বাশার প্রমুখ। ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী জেরিন। ব্যাচ ২৭। স্টুডেন্ট মোটামুটি হলেও ভার্সিটির সব চাইতে সুন্দরী মেয়ে সে। তাই ভর্তি হওয়ার পর থেকেই সিনিয়র ভাই থেকে শুরু করে ক্লাশমেট সবার আগ্রহের কেন্দ্রে জেরিন। ক্লাশের সব ছেলেই জেরিনের আশেপাশে থাকতে চায়। শুধু একটা ছেলেই ভিন্ন। তার নাম অয়ন। মেধাবী অয়ন জেরিনকে তেমন একটা গুরুত্ব দেয় না। সেই থেকে ওদের বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে ভালোবাসায় সম্পর্ক গড়ানোর মুহূর্তেই কাল হয়ে দাঁড়ালো একজন পাইলট পাত্রের কাছ থেকে আসা বিয়ের প্রস্তাব। জেরিনের বাবা এই পাত্র হাত ছাড়া করতে নারাজ। কী করবে অয়ন আর জেরি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন