শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গুডউইল অ্যাম্বাসেডর হলেন সুমাইয়া শিমু

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থার ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। আন্তর্জাতিক সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনাল’-এর হয়ে ইতোমধ্যে ‘গুডউইল কাজ শুরু করেছেন তিনি। এই সংস্থার হয়ে রোহিঙ্গাদের ক্যাম্পেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে তিনি অসহায় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য দলমত নির্বিশেষ সবাইকে পাশে থাকার আহŸান জানিয়েছেন। ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই প্রাপ্তি অনেক সম্মানের, ভালোলাগার। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমনিতেই আমার অনেক কাজ করা উচিত বলে মনে করি। একটি আন্তর্জাতিক সংস্থা আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছেন সামাজিক কাজগুলোতে মানুষের পাশে থাকার জন্য, সচেতনতা সৃৃষ্টির জন্য-এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি আমার সাধ্যমতো এই সংস্থার হয়ে নিবেদিত হয়ে কাজ করে যাবো।’ সুমাইয়া শিমু জানান, আপাতত তিনি এই সংস্থাটির হয়ে হয়ে কাজ করে যাচ্ছেন। তবে কত দিন যুক্ত থাকবেন তার নির্ধারিত সময় নেই। এদিকে এরইমধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ড. আফসার আহমেদ’র অধীনে সুমাইয়া শিমু ‘শিক্ষা ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে টেলি প্লে অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। শুধু মৌখিক পরীক্ষা বাকী রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন