কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন ওরফে আলমগীর (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৌরসভার ২নং ওয়ার্ড রামদি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সালা উদ্দিন আলমগীর উপজেলার সিরাজপুর ইউনিয়নের মহাজন দিঘী এলাকার মৃত মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, রাতে আলমগীর একজন খুচরা বিক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে রামদি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাকে আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন