প্র:- যদি এক মুক্তাদী ই মামের সাথে দাঁড়িয়ে নামায শুরু করে দেয় পরে আরেকজন এলে কি করবে?
উ:- পরে আসা মুক্তাদী আগের মুক্তাদীকে টেনে পিছনে নিয়ে এসে সারি বাঁধবে।
প্র:- যদি এমতাবস্থায় মুক্তাদীর পিছনে যাওয়া সম্ভব না হয়, তবে কি করতে হবে?
উ:- ইমাম একধাপ এগিয়ে যাবেন।
প্র:- এক ব্যক্তি মসজিদে এসে দেখলো যে, সামনের কাতার পূর্ণ হয়ে গেছে, একজন দাঁড়ানোর জায়গাও অবশিষ্ট নেই; এমতাবস্থায় সে কি করবে?
উ:- ইমামের রুকূতে যাওয়ার আগ পর্যন্ত আরেকজনের জন্যে অপেক্ষা করবে, এর মধ্যে কেউ না এলে, সামনের কাতার থেকে মাসআলাহ জানে এমন একজনকে টেনে এনে নিজের সংগে দাঁড় করাবে। আর এমন লোক পাওয়া না গেলে একাই ইমামের সোজা পিছনে দাঁড়িয়ে নামায শুরু করে দিবে।
প্র:- কোন্ কাতারের মর্যাদা বেশি?
উ:- প্রথম কাতারের, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। এমনিভাবে ক্রমাগত। কিন্তু জানাযার নামাযে এর সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পিছন দিকের মর্যাদা বেশি।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন