প্র:- ওযুকারীর ইকতিদা তায়াম্মুমকারীর পিছনে, পা ধৌতকারীর ইকতিদা পা মোছাকারীর পিছনে, দাঁড়িয়ে নামায আদায়কারীর ইকতিদা বসে আদায়কারীর পিছনে, সুস্থ ব্যক্তির ইকতিদা পঙ্গু ব্যক্তির পিছনে, নফল আদায়কারীর ইকতিদা ফরয আদায়কারীর পিছনে, মুকীমÑএর ইকতিদা মুসাফিরের পিছনে, এবং মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে সহীহ হবে কি?
উ:- সবার ইকতিদা সহীহ হবে। তবে ওয়াক্ত চলে যাওয়ার পর মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে হবে না।
প্র:- মসজিদের ছাদে ইকতিদা সহীহ হবে কি?
উ:- যদি ইমামের অবস্থান ও তাকবীর সম্পর্কে অবগত হওয়া যায় এবং কোনরূপ দ্বিধা-সংশয় না থাকে, তাহলে ছাদের উপরও ইকতিদা সহীহ হবে।
প্র:- ইমাম যদি রাজপথে দাঁড়িয়ে জানাযা বা ঈদের নামায পড়ান, তো মুক্তাদী এবং তার মধ্যে কতটুকু দূরত্ব রাখা যাবে?
উ:- ইমাম এবং মুক্তাদীর সারির মধ্যে এমন ব্যবধান রাখতে হবে যার মধ্যে দিয়ে কোন গাড়ী যেন অতিক্রম করতে না পারে। যদি বেশি ব্যবধান রাখার কারণে ইমাম এবং কাতারের ভিতর দিয়ে গাড়ী অতিক্রম করে তবে ইকতিদা সহীহ হবে না।
প্র:- নারী পুরুষের সম্মিলিত জামাআতে কাতার কোন তরতীবে করা হবে?
উ:- প্রথমে পুরুষদের কাতার। তারপর ছেলেদের কাতার, তারপর নপুংসকদের কাতার, তারপর মহিলাদের কাতার এবং সবশেষে বালিকাদের কাতার করা হবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন