শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম দিনটি মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ৫:৫১ পিএম

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে তামিম ইকবালের ৫২, ইমরুল কায়েসের ৪০, মোমিনুল হকের অপরাজিত ১৭৫ ও মুশফিকুর রহিমের ৯২ রানের সুবাদে ৯০ ওভারে দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। সুরাঙ্গা লাকমাল নেন ২ উইকেট।

এই ম্যাচ দিয়েই টেস্টে দুই হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন মুমিনুল। তার ২০৩ বলে ১৭৫ রানের ইনিংসটি সাজানো ১৬টি চার ও ১ ছক্কায়। তবে দুর্ভাগা বলতে হয় মুশফিককে। মাত্র ৮ রানের জন্য তিন অঙ্কের দেখা পাননি ‘মিস্টার ডিপেন্ডেবল’।

তবে ‘পকেট ডায়নামাইট; খ্যাত মুমিনুল ক্যারিয়ারের পঞ্চম শতককে দ্বিশতকে রূপ দেয়ার পথে। দুজনে মিলে গড়েন তৃতীয় উইকেটে ২৩৬ রানের রেকর্ড জুটি। তৃতীয় উইকেটে আগের সর্বোচ্চ জুটিতেও ছিল মুমিনুলের নাম। ১৫৭ রানের সেই জটিতে আরেক ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন