শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুসলমান কেউ জঙ্গিবাদের পাতা ফাঁদে পা দেবেন না -গোলাম দস্তগীর গাজী এমপি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মুসলিম হয়ে কেউ জঙ্গীবাদের পাতা ফাঁদে পা দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। গত শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি এলাকায় নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, জঙ্গিরা মসজিদে-মাজারে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে। যারা জঙ্গিবাদ করছে, তারা মুসলমান ও ইসলাম ধর্মের শত্রু। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করতে জঙ্গিরা সারা দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ আব্দুল খালেক ও মোহাম্মদ জামান বেপারী, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ভ‚ঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভ‚ঁইয়া, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক ইকবাল খোকন, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের ঈমাম ও খতিব হজরত মাওলানা হাফেজ রাফি আহমেদ আশরাফিসহ অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন