রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বই মেলায় মুস্তাফিজুর রহমানের গ্রন্থ

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৬৭ সাল থেকে যুক্ত আছেন টেলিভিশনের সাথে। নির্মাণ করেছেন একাধিক জনপ্রিয় নাটক ও সিনেমা। তার পরিচালনায় ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্র পেয়েছে জাতীয় এবং আর্ন্তজাতিক চলচ্চিত্র সম্মাননা। বর্তমানে যুক্ত আছেন গাজী স্যাটেলাইট টেলিভিশন জিটিভির প্রধান উপদেষ্টা হিসেবে। দীর্ঘ টেলিভিশন জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বই ‘আমি ও আমার কথা’। বইটি প্রকাশ করেছে অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রæব এষ। বইটি সম্পর্কে মুস্তাফিজুর রহমান বলেন - বাংলাদেশ টেলিভিশনের সামগ্রিক চালচিত্র সবার সামনে তুলে ধরার জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছি ‘আমি ও আমার কথা’ বইটিতে। এই বইটিতে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের প্রতিচ্ছবি এবং কারিগরি নির্মাণ প্রক্রিয়ার কথা সবিস্তারে বর্ণনা করে টেলিভিশনের সামগ্রিক রূপ সম্বন্ধে একটি পরিচ্ছন্ন ধারনা দেওয়ার আন্তরিক প্রয়াস করেছি। টেলিভিশন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পাঠকদের নিকট ‘আমি ও আমার কথা’ বইটি বিশেষ ভ‚মিকা রাখবে বলে আমি মনে করি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন